মোংলা প্রতিনিধি:

মোংলা দিগরাজ মহাবিদ্যালয় এ নব নির্মিত ৪ তলা আইসিটি ভবনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
বৃহস্পতিবার(২০ আগস্ট) সকাল ১১ টায় মোংলায় দিগরাজ মহাবিদ্যালয় এ উপলক্ষে অনুস্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক তিনি বলেন  করোনার   সময়ে সকলকে সচেতন থাকতে হবে।বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। নিরাপদ দুরত্ব বজায় রেখে সবাইকে চলাফেরা করতে হবে। তিনি বলেন সচেতনতাই পারে এ করোনা নামক এই মহামারীর হাত থেকে আমাদের রক্ষা করতে।সবাইকে সরকারি নির্দেশনা অনুয়ায়ী চলাফেরা করতে অনুরোধ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃইকবাল বাহার চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আনোয়ার কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুষার কুমার গাইন, অধ্যক্ষ দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে