মোংলা প্রতিনিধি:

মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার(২৭ফেব্রুয়ারি) বিকালে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নে ১নং ওয়ার্ডে শিকদার বাড়ি এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সময় ঘটনা স্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছায়। কিন্তু ততক্ষণে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,৪নং ওয়ার্ড সদস্য মোঃ আজমল শেখ সহ স্থানিয় আরো ইউপি সদস্য ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়রা বলেন,ভয়াবহ এ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে শুধু মাত্র পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় গুলো অবশিষ্ট আছে। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা কোরছেন এ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আসাদুজ্জামান জানান,আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।তবে স্থানীয়রা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। এদিকে নিজেদের মাথা গোজার শেষ ঠাই টুকু হারিয়ে দিন মজুর,আবু তালহা,শেখ মোঃ বাশার ও মোঃ আলমঙ্গীর দিশেহারা।এখন কোথায় যাবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে