মোংলা প্রতিনিধি:
বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এই পরিস্থিতিতে থেমে নেই উন্নয়নের অগ্রযাত্রা। দেশের অসহায় মানুষের বাসস্থানের দুঃখ দুর্দশা লাঘব করার অন্যতম একটি উদ্যোগ নিম্নবিত্ত অসহায় যাদের জমি আছে কিন্তু ঘর তুলতে পারছে না তাদের ঘর তুলে দেয়া বা ঘর তুলতে সাহায্য করা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে মোংলার ছয়টি ইউনিয়নে অসহায় ১২০ পরিবার পেলেন সেমিপাকা ঘর। (২৬ জুলাই) রবিবার সকালে উপজেলা অফির্সাস ক্লাবে উপকারভোগীদের হাতে নির্মিত ঘরের নেইম প্লেট হস্তান্তর করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী বিজন কুমার কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, গাজী আকবর হোসেনসহ উপকার ভোগীরা। উপজেলা নির্বাহী মোঃ রাহাত মান্নান জানান, জমি আছে ঘর নাই এমন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করে দরিদ্র ওইসব পরিবারের বাড়ীতে তাদের মালিকানা জায়গায় উপজেলা প্রশাসনের তত্তাবধানে একশ বিশটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। তিনি আরও জানান,মোংলা উপজেলায় এখনো অনেক দরিদ্র মানুষ রয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দ পেলে তাদের গৃহ নির্মাণ করে দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে