মোংলা প্রতিনিধি:
মোংলা ইপিজেডের গোয়াম জিয়াম নামক একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ কোরছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্যাক্টরীর অগ্নিকান্ড নিন্ত্রয়নে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৬ টার সময় মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ জোন ইপিজেডের একটি সুতার কারখানার তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে থাকা তুলায় আগুন লাগে তারপর আগুন মুহুর্তেই মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।তাৎক্ষণিকভাবে ইপিজেড,মোংলা বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। তবে আগুন সুতা তৈরির তুলায় লাগার কারনে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানানো সম্ভব নয় বলে জানান তিনি। তিনি আরো বলেন অগ্নিকাণ্ডে কারখানার কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি।