মোংলা প্রতিনিধি:

মোংলায় ৮ বছরের এক শিশুকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষককে আটক করেছে এবং শুক্রবার তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাদীউজ্জামান খান। আটককৃত ধর্ষক জাহিদ পেশায় একজন দিনমজুর। তিনি আগা বুড়বুড়িয়া গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলার সুন্দরবন ইউনিয়নের আগা বুড়বুড়িয়া গ্রামের বাসিন্দা জাহিদ শেখ (৪৫) বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী এক ৮ বছরের শিশুকে বরই খাওয়ানোর কথা বলে তার বাড়ীতে ডেকে নিয়ে যান। এরপর ওই শিশুকে জাহিদ তার ঘরে নিয়ে বলাৎকার করেন। বলাৎকার শেষে জাহিদ শিশুটিকে ১০ টাকা দিয়ে বিষয়টি কেউকে বলতে নিষেধ করেন। তারপর শিশুটি বাড়ীতে যাওয়ার পর রক্তক্ষরণ হওয়ার তার মা বিষয়টি জানতে পারেন। শিশুর পরিবারটি এ ঘটনা জানার পর বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশকে জানালে সন্ধ্যায় পুলিশ জাহিদকে তার বাড়ী থেকে আটক করে।

এ ঘটনায় রাতে আটককৃতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় ধর্ষণ মামলা দায়ের করেছে শিশুটির মা। বলাৎকারের ঘটনায় শিশুটির পায়ুপথ দিয়ে বেশ রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে