মোংলা প্রতিনিধি:

মোংলার দিগরাজ ডিগ্রি কলেজ রোড এলাকা থেকে ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দলের সদস্যরা।

বুধবার (৩ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার দিগরাজ বাজার সংলগ্ন দিগরাজ ডিগ্রি কলেজ রোড এলাকা অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ শাফিন হাওলাদার(২৮) এবং শামিম শেখ (২৫) আটক করে কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দলের সদস্যরা। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাজহারুল হক জানান,বর্তমানে মোংলা শহর ও তার আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোংলা দিগরাজ বাজার সংলগ্ন দিগরাজ ডিগ্রি কলেজ রোড এলাকা থেকে ৪৮৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল। আটকৃতরা হলো খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের পুত্র শাফিন হাওলাদার(২৮) ও একই এলাকার শহিদুল শেখের পুত্র শামিম শেখ (২৫)। আটকৃতরা খুলনা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য নিয়মিত নিয়ে আসতো এবং মোংলা ও তার আশেপাশের এলাকার মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করত।আটকৃতদের বিরুদ্ধে বুধবার রাতে মোংলা থানায় মামলা হলে বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ। তিনি আরও জানন,সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে