মোংলা প্রতিনিধি:
মোংলায় ৪০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
আটকৃত ব্যাক্তির নাম আরিফুল ইসলাম (২৫) সে উপজেলার সিগনাল টাওয়ার এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
শুক্রবার (১৮সেপ্টেম্বর)আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার সিগনাল টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে,চলমান মাদক বিরোধী অভিযান চলাকালীন মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী এর দিক নির্দেশনায় এসআই লিটন বিশ্বাষ,এএসআই শাহাবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মোংলা থানাধীন সিগনাল টাওয়ার এলাকা হতে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ আরিফুল ইসলামকে ৪০০গ্রাম গাঁজাসহ আটক করে। কিন্তু তার অপর সহযোগী ছিদ্দিকুর রহমান এর ছেলে রফিকুল ইসলাম(৩১) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেছেন,আমাদের এই মাদক বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।