মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় উপকূল অঞ্চলে স্থায়ীত্বশীল উন্নয়নে নদ-নদী ও জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং সরকারকে সহযোগিতার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষন ও প্রতিনিধি নির্বাচন কর্মশালা’র” উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
০৮/১০/২০২০ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখা, পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ আয়োজনে মোংলার টাইগার হোটেল মিলনায়তনে “ এই কর্মশালা’র” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।বিশেষ অথিতি বিশেষ উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র ব্যবস্থাপক ( গবেষণা ও বাস্তবায়ন ) আরাফাত জুবায়ের।প্রভাষক মাহবুবুর রহমান, মনোজ কান্তি বিশ্বাস, জেলে সমিতি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, রাকেস সানা, রমেশ শীল প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সরকার
দেশের সকল নদনদী সংরক্ষণের ব্যাপারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের সংকল্প নিয়ে ইতিমধ্যে বর্তমান সরকার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা- ২১০০ প্রণয়ন করেছে।
বক্তারা পশুরনদীসহ উপকূল অঞ্চলের সকল নদ-নদী ও জলাশয় সংরক্ষণে সরকারের প্রতি আহ্বান জানান।