মোংলা প্রতিনিধি:
মোংলায় জীবনের জন্য প্রকল্পওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় নগর (এলাকা) প্রতিবেশী উন্নয়ন কমিটির আয়োজনে শিশু শ্রমে নিযুক্ত সুবিদা বঞ্চিত শিশুদের পিতাদের নিয়ে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মোংলার কাউন্সিলর শেখ আঃ হালিম সড়কের দেলোয়ার হোসেনের বাড়ি এ উঠন বৈঠক অনুষ্ঠিত হয়। নগর (এলাকা) প্রতিবেশী উন্নয়ন কমিটির সহ সভাপতি মোহাম্মাদ আলীর সঞ্চালনায় উঠন বৈঠাকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামিলিগ মোংলা পৌর শাখার সেচ্ছাসেবক লিগের সভাপতি মোঃ মিজান তালুকদার,শেখ আব্দুর রহমান যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ রেজাইনুল হক বাপ্পি,সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদ্দাম হোসেন,দেলোয়ার হোসেন প্রমূখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন,বর্তমানে আমাদের শিশুরা নানা ভাবে নির্যাতনের স্বিকার হচ্ছে। এসব নির্যাতনের হাত থেকে শিশুদের রক্ষা কোরতে হলে আমাদের সচেতন হতে হবে। কম বয়সে শিশুদের কাজে ঠেলে দেয়া যাবে না। অল্প বয়সে কোন মেয়ে শিশুকে বিয়ে দেয়া যাবে না। ধর্ষণের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশের সহযোগীতা নিতে হবে।