মোংলা প্রতিনিধি:
মোংলায় মাকে খুনের অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে মোংলা পৌর শহরের খাসেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,অনেক দিন যাবৎ ঐ পরিবারটিতে নিজেদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এ নিয়ে বেশ কয়েকবার শালিস ও হয়েছে কিন্তু তা সুরাহ কোরতে পারিনি এলাকাবাসী। মঙ্গলবার পূত্রবধু সূচিত্রা বিশ্বাস (২২) এর সাথে শ্বাশুড়ি সৈবালী রায় (৬০) এর মধ্যে লাকড়ি জ্বালানী নিয়ে ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে ছেলে সুব্রত রায় (৪৫) এসে মায়ের মাথায় কেদালের আঘাত কোরলে মা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এরপর স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় ও তার স্ত্রী সুচিত্রা রায় কে আটক করেছে। নিহত সৈবালী রায় ঐ এলাকার ক্ষিতীশ রায় এর স্ত্রী। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করেছে। সে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন খুন করেছে তার কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকাবাসী সুব্রত ও তার স্ত্রী সুচিত্রা দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।