মোংলা প্রতিনিধি:
মোংলায় মেকিং সিটিজ ফর মাইগ্রান্টস এ্যাজ এ ক্লাইমেট এ্যাডাপশন ষ্ট্রাটেজি, এ্যান ইন্টারভেনশন রিসার্স এন দ্যা টাউন অব মোংলা, বাগেরহাট শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বার) মোংলা পৌর এলাকার একটি আবাসিক হোটেল (হোটেল টাইগার) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। এ সময় উপস্থিত ছিলেন সরদার সফিকুল আলম কোঅর্ডিনেটর,পপুলেশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার সুরজিৎ কুন্ডু । সভায় মোংলার বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহন করেন। অনুষ্ঠানে আয়োজক সংস্থা পপুলেশন কাউন্সিল’র কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব ও সিনিয়র এ্যাসোসিয়েট ড. সাজেদা আমিন জুম’র মাধ্যমে মিটিংয়ে অংশ নেন।
সভায় পপুলেশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার সুরজিৎ কুন্ডু বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় গবেষণার পাশাপাশি মোংলা এলাকার কিশোরীদের নিয়ে কাজ করতে চান। তাই তারা সমাজের বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় করে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন।