মোংলা প্রতিনিধি:
সরাদেশে বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং এর উদ্যোগে ধর্ষণ, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় মোংলা থানা পুলিশের আয়োজনে মোংলা উপজেলা ও পৌরসভার আলাদা অালাদা ১০ টি স্থানে স্বাস্থ্যবিধি মেনে নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় দিগন্ত প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতো হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানান।
সমাবেশে বক্তারা বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।দেশব্যাপী ধর্ষণ ও নারী নিযার্তনের বিরোধীতায় দেশ এখন উত্তল। কিছু ধর্ষক ও নারী নির্যাতন কারী পশুর জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং পুলিশকে সহায়তা করার জন্যই অনুরোধ করেন বক্তারা।