মোংলা প্রতিনিধি:
মোংলায় বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ১১নভেম্বর ( বুধবার ) সকাল ১০ টায় মোংলা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে মোংলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোংলা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বাগেরহাট জেলা পরিষদের সদস্য বিরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম মোংলা পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন,মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃইকবাল হোসেন, মোংলা পৌর যুবলীগের সভাপতি মোঃকবির হোসেন সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়েজন করা হয় এ সময় বাগেরহাট ৩ আসনের সাংসদ সদস্য পরিবেশ, বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।