মোংলা প্রতিনিধি:
মোংলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন।
এ উপলক্ষে মোংলা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠন এর আয়োজনে আনন্দ শোভাযাত্রা,স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পন, কেক কাটা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮/০৯/২০২০ইং, রোজ সোমবার সকাল ১০টায় মোংলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সুনীল কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট আঃছালাম, উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল,মোংলা পৌর আওয়ামীলীগ নেতা কাজী বাবলু,পৌর আওয়ামীলীগ নেতা সওকত হোসেন মিলন, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি,মোংলা পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার, শ্রমিক নেতা নুর উদ্দিন আল মাসুদ, পৌর ছাত্রলীগএর সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পি, উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃইমরান, পৌর ছাত্রলীগ এর সহ সভাপতি পারভেজ খান সহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্নাঢ্য কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদান তুলে ধরেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠানের অয়োজন করা হয়।
এর আগে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পন করে।