মোংলা প্রতিনিধি:

১০ বছর পর  আবারো শ্রমিকদের চিকিৎসা সেবার জন্য মোংলা বন্দর শ্রমিক কল্যাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ চিকিৎসা সেবা কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মোংলা বন্দরে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করা হয়েছে। এক সময় এ বন্দর অচল ছিলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়  বন্দরের আউটারবারের ড্রেজিং হওয়ার কারণেই এখন বন্দরে সরাসরি বড় বড় জাহাজ আসছে। এছাড়া বন্দর জেটিও জাহাজে পরিপূর্ণ থাকছে। ফলে এ অচল বন্দর সচল হয়েছে।বন্দরকে অধিকতর গতিশীল করতে মোংলা-রামপালে মাঝামাঝি স্থানে ফয়লায় খান জাহান আলী বিমান বন্দরের কাজও এগিয়ে যাচ্ছে। দ্রুত গতিতে চলছে খুলনা-মোংলা রেল লাইনের কাজও।এর আগে তিনি পৌর শহরের পুরাতন বন্দর এলাকার বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ড কম্পাউন্ডের ভিতরে শ্রমিক-কর্মচারীদের চিকিৎসার জন্য নির্মিত নতুন চিকিৎসা কেন্দ্রের নাম ফলক উম্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি, বন্দরের পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন, হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ, উপসচিব মাকরুজ্জামান মুন্সী, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন খুলনা শাখার সভাপতি মোঃ সুলতান হোসেন খান, মোংলা বন্দর বার্থ এন্ড শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জিসান ভুট্টা,মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি ওমর ফারুক সেন্টু প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে