মোংলা প্রতিনিধি:
সু্ন্দরবন ইউনিয়ন এর খরমা কাটাখালিতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে প্রতিবন্ধী পঙ্গু নলিত মন্ডল(৭০) কে লাথি মেরে আহত করে একই গ্রামের উজ্জল শিকারি(৩৫)।সোমবার  সন্ধ্যায় সু্ন্দরবন ইউনিয়নের খরমায় এলাকায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত নলিত মন্ডলকে উদ্ধার করে।
এ ঘটনায় পঙ্গু নলিত মন্ডল পরের দিন সকালেই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, প্রতিবেশী উজ্জল শিকারি দীর্ঘ দিন পূর্ব শত্রুতার জের ধরে সোমবার(৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টায় আঃ বারেকের দোকানের সামনে উজ্জল শিকারি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাকবিতণ্ডের এক পর্যায় প্রতিবন্ধী বৃদ্ধা নলিত মন্ডলের ডান পাশের পাজোরে স্বজরে লাথি মারে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়।
অভিযুক্ত উজ্জল শিকারির মতে, নলিত মন্ডলের সাথে তার কোন শত্রুতা নেই।সে তার বাবাকে গালিগালাজ করছে। আহত প্রতিবন্ধী নলিত মন্ডল বিচারের আশায় সমাজের বিভিন্ন জনপ্রতিনিধির কাছে দ্বারস্ত হচ্ছেন কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না।
এ বিষয়ে মোংলা থানার এ, এস, আই লিটন শেখ বলেন,প্রতিবন্ধী-পঙ্গু নলিত মন্ডল অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে