মোংলা প্রতিনিধি:
মোংলায় “নো মাস্ক,নো মুভমেন্ট” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
করোনা মোকাবেলায় মোংলা থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় পৌর শহরের চৌধুরীর মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এসময় তিনি পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন। এছাড়া সকলকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দেন।
এ সময় মোংলা থানা পুলিশের পক্ষ থেকে সকল জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করা হয়।মাস্ক পরার উপর কঠোর হুশিয়ারী দেয়া হয়।পরে “নো মাস্ক, নো মুভমেন্ট” কার্যক্রমের একটি র্যালী শহরের গুরুত্ব পূর্ন কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সিনিয়র সহকারি এএসপি (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন মন্ডল, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, এসআই বিশ্বজিত মূখার্জী, এসআই দেবব্রত দেব, এসআই অমিত কুমার বিশ্বাস,এসআই লিটন বিশ্বাস, এএসআই শাহাবুর রহমান,এএসাই রাসেলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোংলা উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার বলেন, পৌরসভার ডিজিটাল মাইকে সার্বক্ষনিক সকলকে মাস্ক ব্যবহারের জন্য প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া সরকারী-বেসরকারী সকল প্রোগ্রামেও সকলকে মাস্ক ব্যবহার বাধ্যমূলক করতে নিদের্শনা দেয়া হচ্ছে। তারপরও যদি জনসাধারণ সতর্ক না হন এবং মাস্ক পরিধান না করেন তাহলে তাদেরকে জেল-জরিমানাসহ কঠোর আইনের আওতায় আনা হবে।