মোংলা প্রতিনিধি:

মোংলা পোর্ট পৌরসভার নিবার্চনী আচরণ বিধি লংঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মিকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে জরিমানা।

শনিবার (২ জানুয়ারী) বিকেল ৪টার সময় পৌর এলাকার ময়লাপোতার মোড়ে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বাহাদুর মিয়া ও শেখ জাহাঙ্গীর হোসেনের কর্মিদের মাঝে মারধরের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী মো: জাহাঙ্গীর হোসেনের পানির বোতল প্রতীকের প্রচারণা কালে ভ্যান গাড়ীর গতিরোধ করে ভ্যান চালক ও তার কর্মীদের মারধর করে অপর কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়ার কর্মীরা। পরে ঘটনা তদন্তে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এবং এসআই বিশ্বজিৎ মুখার্জী। তখন কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়া অভিযোগ তোলেন তার পোস্টার ছিড়ে ফেলার কারণেই ভ্যান চালককে মারধর করা হয়েছে।

এরপর সেখানকার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য প্রমাণ সাপেক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই প্রার্থীর দুই কর্মি যথাক্রমে ছাব্বির (১৯) ও মনিরকে (৩০) তিন হাজার করে মোট ছয় হাজার টাকার এই অর্থ দন্ড দেয়।

উক্ত জরিমানার সময় দুই কাউন্সিলর প্রার্থী মোঃ বাহাদুর মিয়া ও শেখ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশি উভয় প্রার্থীকে হুশিয়ার করে দেন এবং নির্বাচনী আচরনবিধি মেনে চলার নির্দেশ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে