মোংলা প্রতিনিধি:
কোরবানির ঈদের বাকি আর মাত্র ৪ দিন। কোরবানির ঈদকে সামনে রেখে মোংলা উপজেলার অনেক স্থানে ছোট বড় পশুর হাট বসেছে। কিন্তু এখনো জমে ওঠেনি উপজেলার পশুর হাটগুলো।আজ বিকেলে মোংলা উপজেলার সবচেয়ে বড় চটের হাট (পশুর হাট) ঘুরে দেখা গেছে চাহিদার তুলনায় অনেক বেশি পশু বাজারে উঠেছে। তবে বেচা-কেনা একটু কম। বাজারে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে গতবারের তুলনায় এবছর পশুর দাম অনেক কম,একই সাথে ক্রেতাদের সংখ্যাও কম।
তবে বিক্রেতারা আশা করছেন দু-এক দিনের মধ্যে বেচা কেনা বাড়বে। অপর দিকে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে বিক্রেতারা প্রতিটি পশুতে বেশি দাম চাচ্ছে যার কারণে পছন্দ মতো পশু ক্রয় করতে পারছে না। বাজেট অনুযায়ী পশু পেলেই ক্রয় করবেন।
তবে করোনার ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। কিন্তু সামাজিক দূরত্বের কিছুটা ঘাটতি দেখা গেছে।
বাজার কমিটির সভাপতি মোস্তফা ইজারাদার বলেন করোনার জন্য গত বছরের তুলনায় এবছর পশু কিছুটা কম তাই বেচা কেনা কিছুটা কম। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচা কেনা। কেউ মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করতে পারবে না।