মোংলা প্রতিনিধি:
মোংলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মোংলা পৌর এলাকার জয়বাংলা সড়ক থেকে ৪শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম জুয়েল শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মোংলা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌরসভার জয়বাংলা সড়কে মোংলা থানা পুলিশের একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে ৪শ গ্রাম গাঁজাসহ জুয়েল শেখকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী মোংলা পৌর শহরের মিয়াপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র।আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে ।