মোংলা প্রতিনিধি:
মোংলায় করোনা সংক্রমণ রোধে লকডাউনের প্রথমদিনে উপজেলা প্রশাসন,পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারী। লকডাউন বিধিনিষেধ অমান্য কোরলে গুনতে হচ্ছে জরিমানা। আজ (১৪ এপ্রিল) বুধবার লকডাউনের প্রথম দিনে মোংলা পোর্ট পৌরসভার চৌধুরীর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ টি মামলা সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশী। এ অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, সরকারি বিধি নিষেধ অমান্য করে লকডাউন চলাকালীন সময়ে বৈধ কাগজপত্র বিহীন গাড়ি নিয়ে শহর এলাকায় প্রবেশ করার অপরাধে কয়েকটি অবৈধ মোটর সাইকেল আটক করে মামলা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মানার কারনে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের প্রথম দিনে মোট ২১ টি মামলা ও ১০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে মোংলা পৌর এলাকায় বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার রাখতে দেখা গেছে।
ভিবিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক প্রচারণার জন্য ব্যাপকভাবে মাইকিং এর পাশপাশি মাস্কও বিতরণ করতে দেখা গেছে।