মোংলা প্রতিনিধি:
মোংলা-রামপাল এমপি পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেল ৩ টায় মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সথর মাধ্যমে ঢাকা থেকে যোগদান করেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস,কলেজের প্রভাষকবৃন্দ প্রমুখ।

এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের জন্মদিন উপলক্ষে তার  দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য  কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত  অনুষ্ঠানের আয়োজন করে মোংলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়।


দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে