মোংলা প্রতিনিধি:

মোংলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন  উদ্বোধন ও মুক্তি যোদ্ধা স্ব-পরিবার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহষ্পতিবার সকাল ১০টায় মোংলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামীলীগ এর সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।

এ সময় তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ৩০০ টাকা দিয়ে শুরু করা ভাতা এখন বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার টাকায় উন্নীত করেছেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুন করেছেন। সরকারি চাকুরী, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। পর্যায়ক্রমে দেশের সকল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুননাহার হাই,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,বাগেরহাট জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু সুনিল বিশ্বাস,সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,পৌর যুবলীগ সভাপতি এস,এম,কবির হোসেন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে