মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি অফিস গত রাতে এ তথ্য নিশ্চিত করছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কারণে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহকারী কমিশনার (ভূমি)   নয়ন কুমার রাজবংশী মহোদয় ।
আপাতত ইউএনও’র কার্যালয় এবং তাদের বাসভবনে এ সদস্যরা দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে তাঁকেসহ তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইউএনও’র মাথায় গুরুতর আঘাত পায় এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। একারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ওই সিদ্ধান্ত মোতাবেক গতকালই আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে ,গত রাতেই বাগেরহাট জেলার ৯টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে