মোংলা প্রতিনিধি,(মোহাম্মাদ আলী):
মোংলায় জীবনের জন্য প্রকল্পের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে আমি কোন দিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবো না শীর্ষক গণ স্বাক্ষর কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে।
পুরুষই পারে নারীর প্রতি সহিংসতা বন্ধ কোরতে স্লোগানকে সামনে রেখে (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় মোংলার পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ হালিম সড়কের দেলোয়ার হোসেনের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা ওয়ার্ল্ড ভিশনের জিবনের জন্য প্রকল্পের প্রদিপ মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন মোংলা ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ আলী,আল আকছা জামে মসজিদের হুজুর সামছুল হক, দেলোয়ার হোসেন,মধু হাওলাদার,মোঃ মানিক,নয়ন হাওলাদার,মোঃ ফোরকান খাঁন,আমির হোসেন সহ স্থানীয় অর্ধশতাধিক ব্যাক্তি।
সভায় বক্তরা বলেন বর্তমান সময় ব্যাপক হারে ধর্ষন বেরে গেছে। প্রতিনিহত পত্র পত্রিকায় ধর্ষনের খবর পাওয়া যাচ্ছে। ধর্ষন একটি মারাত্মক ব্যাধিতে পরিনত হচ্ছে। ধর্ষন রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে কন্যা শিশুর দিকে খেয়াল রাখতে হবে। ধর্ষন রোধে আমাদের সকলের চেতনাকে পরিবর্তন করতে হবে।আলোচনা সভাশেষে উপস্থিত সবাই আমি কোন দিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবো না অঙ্গীকার বদ্ধ হয়ে গণ স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করে। উল্লেখ্য এই গন স্বাক্ষর কর্মসূচি আগামী ১০ ডিসেম্বার পর্যন্ত চলবে।