মোংলা প্রতিনিধি:
মোংলায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০২/১০/২০২০ ইং তারিখ ১০ টায় সর্বদলীয় সম্প্রীতি আয়োজনে মোংলা প্রেসক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক,
সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম ও সিপিবির মোংলার সভাপতি কমরেড নাজমুল হক,সাংবাদিক নেতা মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে নির্বাচনের দাবী করেন।
আলোচনা সভাশেষে মোংলা প্রেসক্লাব চত্বরে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।