মোংলা প্রতিনিধি:

মোংলায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে মোংলা থানা পুলিশ ।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে অসহায় রোজাদার পথচারীদের মাঝে এ ইফতার বিতরন করেন মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী। এ সময় তিনি প্রায় শতাধিক অসহায়  পথচারীদের মাঝে ইফতার বিতরন করেন। মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, আজ ৭ রমজানে পৌর শহরের চৌধুরীর মোড় এলাকার ছিন্নমূল ও ভাসমান রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়। ধারাবাহিকভাবে প্রতিদিনই শহরের অসহায়দের মাঝে সাধ্যমত এই ইফতার দেয়া হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে