মোংলা প্রতিনিধি:
মোংলার সুন্দরবনের জয়মনি এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।অজগর সাপটি ৮ ফুট লম্বা।
১৩/১০/২০২০ ইং তারিখ মঙ্গলবার সকালে মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াস তালুকদারের বাড়ির হাঁস/মুরগীর খোঁপ থেকে বন বিভাগ,ওয়াইর্ল্ডটিম ,সিপিজি,ডিসিটি,ভিটিআরটি সহ স্থানীয় লোকজন অজগরটি উদ্ধার করেন। বিষয়টা এলাকায় জানাজানি হলে।
অজগরটি দেখতে স্থানীয় প্রচুর লোকজন ভীড় জমায়।পরে অজগরটি চাঁদপাই রেঞ্জ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সিপিপি সদস্য মোঃ মাসুদ শেখ বলেন অজগরটির ওজন অানুমানিক ১০ কেজি ও লম্বায় ৮ ফুুট। অজগরটি ঐ বাড়ির খোঁপে থাকা ৫ টি হাঁস খেয়ে ফেলেছে।
এ ব্যাপারে চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন,ইলিয়াস তালুকদারের বাড়ির খোঁপে অজগরটি দেখে স্থানীয়রা তাদের জানায়।খবর পেয়ে তারা ঔ বাড়িতে ছুটে আসে। সাপটিকে উদ্ধার করে।পরবর্তীতে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।