মোংলা থেকে মিনহাজুল ইসলাম আপন:
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে অধিকাংশ মানুষ বেকার হয়ে পরছে। মোংলার ইপিজেটে কর্মরত শ্রমিক কর্মচারীর অবস্তা ভিন্ন নয়। মোংলা ইপিজেটের হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর জিবন যাপন কোরছে। ইপিজেটের নিয়ম অনুযায়ী কিছু স্থায়ী শ্রমিক কর্মচারীদের লে- অফ অনুযায়ী বেতন দিচ্ছে। কিন্তু সব শ্রমিক-কর্মচারী লে- অফ অনুযায়ী বেতন পাচ্ছে না। অনেকে লে – অফ এর আত্ততায় পরছে না। কিছু শ্রমিক- কর্মচারীদের ২/৩ মাস লে-অফ অনুযায়ী বেতন দিয়ে এখন তাদের বলা হচ্ছে এ সিস্টেম আত্ততায় তারা আর থাকছে না।তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারও চাকরিতে যোগদান কোরতে পারে।
ভুক্তভোগী কিছু শ্রমিকের সাথে কথা বলে জানতে পারলাম করোনার আগে তারা যা বেতন পেত তা দিয়ে মোটামুটি তাদের পরিবারের খরচ ভালো ভাবেই কাটতো। করোনা কালিন সময় লে- অফ অনুযায়ী যে বেতন পেত তা দিয়ে পরিবার চালানো একটু কষ্টকর ছিল। কিন্তু বর্তমানে তাদের কোন বেতন দেয়া হবে না তা শুনে তারা দিশেহারা। তারা জানে না কিভাবে তাদের জিবন পার কোরবে। কবেই বা আবার তাদের চাকরি ফিরে পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে