মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে ।
ঘটনাটি ঘটে বাগেরহাট জেলার মোংলা উপজেলার নারকেলতলা আবাসন প্রকল্পে।
জানা গেছে শিশুটিকে তার বাবা ফেলে রেখে চলে যাওয়ায় এবং মা অন্যত্র বিয়ে বসায় সে তার মামা মিলন শেখের কাছে থাকত।
শনিবার বিকেলে মিলন শেখের পাশের দুই রুম পরের বাসিন্দা আব্দুল মান্নান (৫০) চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মামী জরিনা বেগম ও প্রতিবেশী সালমা বেগম ওই ঘর থেকে তাকে উদ্ধার করে। উদ্ধার করে থানায় আনার পর তার চিকিৎসার জন্য সন্ধ্যায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।