মে দিবসের কথা
মহীতোষ গায়েন
(অধ‍্যাপক,সিটি কলেজ)

ওরা হাড়ভাঙা খাটনির পর
এক টুকরো রুটি দিয়ে বলেছিল,
আরো ঘাম ঝরালে রুটির সাথে
এক টুকরো মাংসও পাবি।

খিদের জ্বালায় আমরা
কাঁদতে কাঁদতে ফুটো খড়ের
চাল ভেদ করা চাঁদের আলোয়
ঘুমিয়ে পড়েছিলাম।

এখন নির্ভয়ে কারখানায়
কাজ করি, দু’বেলা পেট ভরে
খেতে পাই, সংসারের খিদে
মেটাতে দু’মুঠো অন্ন যোগাতে পারি।

ছেলে মেয়েদের নতুন জামাকাপড়
দিতে পারি, স্ত্রীর জন‍্য দিতে
পারি নতুন শাড়ি, রক্ত-গোলাপের
স্পর্শ মন মাতাল করে।

মে দিবস বারবার ফিরে ফিরে
আসে, মাইকে বেজে যায়
বিজয়ের গান…
পতাকা ওড়ে পৎ পৎ,নতুন ভোরে।

আমাদের শ্রমের ফসল
মে দিবস, ঐ পতাকা…
এখন গভীর রাত…
রুটির মত চাঁদ হাসে।

বঞ্চনা আর শোষণে জ্বলতে জ্বলতে
সতর্ক আমাদের শ্রম,
ঘামে ভেজা শরীরে চিক্ চিক্
করছে মর্যাদার হীরে।

মে দিবস এলে
আমাদের মনে পড়ে পোড়া রুটি ও
শান্তির লড়াইয়ের কথা…
আমরা দেশের জন‍্য গর্ব অনুভব করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে