[] মেঘলা দিনের কাব্য []
🖋শ্যামল বণিক অঞ্জন
বাদল দিনে সিক্ত ক্ষণে
মন ছটফট করে,
হঠাৎ করে বৃষ্টি দেখে
অনেক দিনের পরে!
চঞ্চল মন তাই কিছুতেই
থাকতে চায়না ঘরে,
তপ্ত বুকে শীতল ধারা
আঁছড়ে যেন পড়ে!
বৃষ্টিস্নাত বৃক্ষরাজি ব্যস্ত পথিকজন,
চোখের পাতায় জলের ছোঁয়ায়
স্বপ্ন সঞ্চারণ!
ডানা ভাঙা পাখি আমি
বন্দিতো শৃঙ্খলে,
ইচ্ছে করে শিকল ছিঁড়ে
যাই কোথাও আজ চলে!
রুপসী এ বাংলা দেখি
স্বাধীনভাবে উড়ে,
কি রয়েছে ঐ সুদূরে
দিগন্তটা জুড়ে!