মেঘবালিকা ও পাহাড়ের গল্প
মহীতোষ গায়েন

মেঘবালিকা সমুদ্রের টানে ঘর ছেড়েছিল
এই তার প্রথম,এই তার শেষ,এই তার শুরু;
সমুদ্র তার অর্পণ ফিরিয়ে দিয়েছিল,চোখের
জল সমুদ্রে মিশলেও সমুদ্রের হৃদয়ে মেশে নি ।

মেঘবালিকা আর ঘরে ফেরে নি,ঘুরতে ঘুরতে
নির্জন,নিরিবিলি প্রকৃতিকে সমর্পণ করতে যায়
তার নির্মল নিষ্পাপ দেহ,আচমকাই পাহাড় এসে
বাধসাদে,পাহাড়ে ভর করে আবর্তিত হয় জীবন।

মেঘবালিকা পাহাড়ের কাছে শেখে জীবনের
মানে,আনন্দ আর বাঁচার রহস‍্য;ফিরে পাওয়া
জীবনের বন্ধনে আবদ্ধ হয়,পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে
ফুল ফোটে,পাহাড়ে হারিয়ে যায় মেঘবালিকা।

সমুদ্রের অপ্রাকৃত প্রণয় পিপাসা,তর্জন,গর্জন
হৃদয় থেকে উৎপাটিত করে সে,স্থিতধী হয় মন,
তার ঘরে ফেরার গান রচে পাহাড়,বহুদিন পরে
আবার নাড়ির সম্পর্কের বন্ধনে সঁপে দেয় সে।

মিলনোচ্ছ্বাসের লগ্নে এবার ঘরে ফেরার পালা,
মেঘবালিকা নিষ্কলঙ্ক,পাহাড় প্রত‍্যাখ‍্যান করে
তাকে ফেরানোর পুরস্কার,ঈশারা হৃদয়াবদ্ধ হয়;
মেঘবালিকার তনুমনপ্রাণ সমর্পিত হয় পাহাড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে