মৃত্যু
———–শাহেদা আক্তার শিরিন
এমন একটা আসবে দিন,
পড়ে থাকবে প্রিয় মানুষদের কাছে
জমে থাকা হাজারো ঋন।
প্রিয় জিনিসগুলো থাকবে পড়ে,
প্রিয় মানুষগুলো আফসোস করবে
নিত্য নতুন একচল্লিশ দিন,
খুব যত্ন করে সেইদিন
একদিন দাফন কাফনের গোসল দিবে,
শেষ বারের মতো বিদায় জানাবে।
মসজিদের ওই জানাযার কাতারে,
দেহটাকে লুকিয়ে দিবে
চিরতরে মাটির আড়ালে।