আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বের আসাম, মেঘালয়, অরুনাচল ও ত্রিপুরায় টানা বৃষ্টিতে বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে। প্রদেশগুলোতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
প্রায় ২ লাখ দুগর্ত আশ্রয় নিয়েছে এক হাজারেরও বেশি আশ্রয় কেন্দ্রে। বন্যায় এসব প্রদেশের ৩৩টি জেলার প্রায় সাড়ে ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। আসাম ও মেঘালয়ে আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
এদিকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে এখনো চলছে তাপদাহ। ফ্রান্সে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অপরদিকে, তাপপ্রবাহে দাবানলের সৃষ্টি হয়েছে জার্মানি, গ্রীস এবং স্পেনে।