সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন গুনাইগাছ ইউনিয়নের রামধন দাসপাড়াস্থ নালায় ফাকা জায়গায়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ৩০/৩/২০২১ দুপুর ২.৩০ ঘটিকা সময় শ্রীমতি সুলতা রানী রায় ওরফে ঝর্ণা (৮),পিতা শ্রী গৌরাঙ্গ চন্দ্র রায়,সাং-রামধন মাঝিপাড়া,পোস্ট -জুম্মাহাট, ইউনিয়ন-গুনাইগাছ,থানা – উলিপুর জেলা-কুড়িগ্রাম বিকাল ২.৩০ ঘটিকার সময় একই গ্রামের নালায় ফাঁকা জায়গায় ঘাস কাটার সময় একই এলাকার বিবাদী মোঃ মুহুবর রহমান (৫০),পিতা-মৃত মুনিয়া, ভিকটিম ঝরনার চাচাতো বোন চন্দনা রানীকে কাছে আসার জন্য ডাকে। কিন্তু চন্দনা রানি তার ডাকে না আসায় ভিকটিম ঝর্নাকে কাছে ডেকে আনে এবং বিবাদী মুহুবর রহমান তার গায়ের শার্ট খুলে মাটিতে বিছিয়ে ভিকটিম ঝর্নাকে ধর্ষণ করে।পরে ভিকটিম ঝরনা বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে খুলে বলে। ভিকটিম বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বিবাদী মুহুবর থানা হাজতে আটক আছে।
ভিকটিম সংখ্যা/নাম ০১ জন, সুলতা রানী রায়-ঝরনা।
উদ্ধারঃ ভিকটিম ঝরনা
গ্রেফতারঃ আসামি মুহুবর রহমান(৫০),পিতা-মৃত মুনিয়া, গ্রাম-রামধন মাঝি পাড়া, ইউনিয়ন-গুনাইগাছ,থানা- উলিপুর,জেলা কুড়িগ্রাম।
গৃহিত ব্যবস্হাঃ উলিপুর থানার মামলা নাম্বার-২৪,তারিখ ৩০/ ৩/২০২১,ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০৩) এর ৯ (১)
বাদীঃ শ্রী গৌরাঙ্গ চন্দ্র রায়, পিতা শ্রী ভবেশ চন্দ্র রায়,সাং- রামধন দাসপাড়া,ইউনিয়ন- গুনাইগাছ,থানা-উলিপুর,জেলা- কুড়িগ্রাম।
সাক্ষীঃ চন্দনা রানী রায় (৯) পিতা রনজিত চন্দ্র রায়, সাং- রামধন মাঝিপাড়া,গুনাইগাছ, থানা-উলিপুর,জেলা-কুড়িগ্রাম।