মহীতোষ গায়েন,সম্পাদক,পশ্চিমবঙ্গ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ সিটি কলেজ ‘ইয়াস” বিধ্বস্ত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠলো,সহায়তায় আমহার্স্ট থানা ও সিটি কলেজ পরিবার।
ভয়াবহ ঘূর্ণিঝড় “ইয়াস”-এর তাণ্ডবে বিধ্বস্ত অসংখ্য গৃহহীন মানুষ আশ্রয় নিলেন কলকাতার সিটি কলেজে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী কয়েকদিন সিটি কলেজে অস্থায়ীভাবে বসবাস করবেন স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা, তার প্রেরণায় আমহার্স্ট স্ট্রিট থানা ও সিটি কলেজ পরিবারের যৌথ
উদ্যোগে কোভিড বিধি মেনে আশ্রয়হীন কয়েকশো মানুষের থাকা, খাওয়া ও চিকিৎসার সমস্ত রকম বন্দোবস্ত করেছে।
এই সমস্ত প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব নিয়েছে
সিটি কলেজের ছাত্র সংসদ।সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছেন কলেজের অধ্যক্ষ, সমস্ত অধ্যাপক ও শিক্ষাকর্মী।
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্কনীল দাস সহ সংসদের সমস্ত ছাত্র করোনা মহামারি ও এই ভয়ংকর ইয়াস এর কবলে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসে এই মানবিক প্রচেষ্টা চালাচ্ছে, আরো বেশি মানুষের পাশে থাকার জন্য তারা আমজনতার স্বচ্ছল মানুষদের কাছে সাহায্যের এই আর্তি জানিয়েছে—“সিটি কলেজ পরিবারের পক্ষ থেকে আমাদের আবেদন- ইতিমধ্যেই আমরা সকল কর্ম কাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি অনেক মানুষ কে আমরা আমাদের যতটা ক্ষমতা ততটাই সাহায্য করেছি।
এবার আমরা আরও অন্য ভাবে মানুষের পাশে থাকতে চাই তাই আপনাদের কাছে আবেদন আমরা সবাই সিটি কলেজের সাথে জড়িয়ে তাই আমরা এই মহামারীর সময় আগের বছরের মতোই যেই মানুষেরা আজ সব থেকে বেশি পরিস্থিতির শিকার সেই সব মানুষদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ তাই সকলের কাছে আবেদন আপনারা যদি আমাদের কিছু কিছু করে সাহায্য করেন তাহলে আমরা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবো আর আমাদের বিশ্বাস বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি করতে পারবো আমরা🙏🙏
আশা রাখি সবাই আমাদের পাশে দাঁড়াবেন🙏🙏
দায় নয় দায়িত্ব আমরা সকলের প্রতি অঙ্গীকারবদ্ধ।
Sbi Bank
Account holder name- Subhajit paul
Account number
-39559711409
Branch -sales tax building,munshibazar.
Ifsc code- SBIN0006771
Phone pay /gpay -8240290481
ভালো থাকবেন সুস্থ থাকবেন”
ধন্যবাদান্তে
অর্কনীল দাস
সাধারণ সম্পাদক
সিটি কলেজ ছাত্র সংসদ