মুক্তি

শাহরিন সুলতানা

মুষ্টিবদ্ধ ফুটিল তবে
চক্ষু ভাসন্ত বিকেলে
পাখি সব ফেরার পথে
সর্ব ফাঁকা অনুভবে
সূর্য্যি যবে রহিল হেলে
সুখ সন্ধা ঘনিল সাথে।
দৃষ্টিখানি চায় লুকোতে
হঠাৎ মন তোলপাড়ে
ইন্দ্রিয় সব অকেজো
ভাসমান বিশ্ব শূন্যতে
একি ! শান্ত ঝড়ে
কতো ধ্বংসযজ্ঞ।
আকাশ পাতাল
ধরনী বিশাল
সবি চলে
সাচ্ছন্দে দুলে
দরিদ্র ক্ষুধায়
স্বর্গে চলে
অন্ধ সব মোহনায়
চক্ষু সবার
পড়ে বার বার
সোনার দুলে
লালসায় হিরে,রতন
সবি আগের মতন।
ফেরিওয়ালা ব্যস্ততায় চলে
মন সুখে
ছন্দ লিখে
সুরের তালে তালে।
দূরন্ত বালক
মেলি উল্লাস পালক
পাশ কাটিয়ে উড়ে
তুমিও মুক্তির সন্ধানে
জয়িলে তর্কে;
আদ্র নেএপল্লবে
হাসিমুখে সবে
স্ম্লানে স্ম্লানে
পাতাল ফেড়ে
ফাসিলাম তব মর্গে।
যায় দিন
যায় রাত
ফুরিল সুদিন
গ্রীষ্ম ,বর্ষা, শরৎ ,হেমন্ত
ধানে ভরিল মাঠ
সূর্য্যির উদয়-অন্ত।
আমি স্তব্ধ
শত অব্দ
বাতায়নের শান্তনা
বুলিয়ে মাথা
কেশ উড়ায়
শন শনে ধায়।
তুমি চলিলে ,তুমি চলিলে বিরামহীন
কাটিয়ে উদাসীন
জয়িলে পাহাড়
সমতলের হার
সাত সমুদ্র পারি
পূর্নিলে জগৎ আশা
একবার দেখিলে না ফিরি
সময়ে বাধিল আমাতে বাসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে