Dhaka ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পেল অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক:

মুক্তি পেল অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। আজ শুক্রবার (তেসরা জুন) দেশের প্রায় ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।

সিনেমাটিতে ১৫ বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম।

এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল ইমন ও মমকে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এরপর ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। তবে ১৫ বছরে এক আর হওয়া হয়নি তাদের। অবশেষে ‘আগামীকাল’ সিনেমায় আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হন এই জুটি।

সিনেমা প্রসঙ্গে পরিচালক অঞ্জন বলেন, ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি।

ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

যে ৩০ প্রেক্ষাগৃহে আগামীকাল মুক্তি পেল:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), সংগীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ) রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর) ও অভিরুচী (বরিশাল)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

মুক্তি পেল অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’

Update Time : ০৭:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২

বিনোদন ডেস্ক:

মুক্তি পেল অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। আজ শুক্রবার (তেসরা জুন) দেশের প্রায় ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।

সিনেমাটিতে ১৫ বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম।

এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে একসঙ্গে দেখা গিয়েছিল ইমন ও মমকে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এরপর ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। তবে ১৫ বছরে এক আর হওয়া হয়নি তাদের। অবশেষে ‘আগামীকাল’ সিনেমায় আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হন এই জুটি।

সিনেমা প্রসঙ্গে পরিচালক অঞ্জন বলেন, ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি।

ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

যে ৩০ প্রেক্ষাগৃহে আগামীকাল মুক্তি পেল:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), সংগীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ) রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর) ও অভিরুচী (বরিশাল)।