মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

সিংড়ায় মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন চিকিৎসার অভাবে সংকটাপন্ন অবস্থায় এমন সংবাদ পেয়ে প্রতিমন্ত্রীর টিম রবিবার কলম ইউনিয়নের কালিনগর তাঁর নিজ গ্রামে দেখা করতে যান। এর আগে প্রতিমন্ত্রী ফোনে ঐ পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।

প্রতিনিধি টিমে নেতৃত্ব দেন জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন ও ডাঃ এমসি ইমরান মোর্শেদ। এসময় তাঁরা তাঁর পরিবারের খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এসময় প্রতিনিধি টিম প্রতিমন্ত্রীর পক্ষ হতে তাঁর স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এসময় মাওলানা রুহুল আমিন বলেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার সকল দায়িত্ব আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি নিয়েছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন । তাঁর অবস্থা ভালো হলে ঢাকায় স্থানান্তর করা হবে।

ডাঃ ইমরান মোর্শেদ বলেন, তাঁর চিকিৎসার সব রকম চেষ্টা আমরা করবো। ফুসফুসে ক্যান্সার হওয়ায় তাঁর শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। একটু সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা সম্ভব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে