বিনোদন ডেস্ক :

মেক্সিকোর প্রতিযোগী আন্দ্রেয়া মেজা ৬৯তম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন। এই শিরোপা জয়ী তৃতীয় মেক্সিকান তিনি।

আজ সোমবার বিজয়ী ঘোষণা করার পর আন্দ্রেয়া মেজাকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি।

এ বছর সেরা পাঁচে মিস মেক্সিকোর পাশাপাশি আরও জায়গা করে নিয়েছিলেন- মিস ইন্ডিয়া, মিস ব্রাজিল, মিস পেরু, মিস ডমিনিকান রিপাবলিক।

এ বছর মিস ইউনিভার্স শিরোপা জয়ী আন্দ্রেয়া মেজা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। এছাড়া তিনি কাজ করছেন লিঙ্গ বৈষম্য দূরীকরণে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে