আশরাফুল ইসলাম সুমন,সিংড়া(নাটোর)প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অসত্য তথ্য প্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা সুকাশ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়ন আ’লীগের ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ আগস্ট নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে আশীক ইকবাল নামক একব্যক্তি সন্ত্রাসীদের হাতে আহত হয়ে আমার বিরুদ্ধে আনিত মারধর বিষয়টি সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট।
তিনি বলেন, সেইদিন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না আর এ বিষয়ে নন্দীগ্রাম থানায় দায়ের করা আমার বিরুদ্ধে মারধরের মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অপরাধে সাজাপ্রাপ্ত পরিবারের থেকে বেশ কিছু দিন যাবত সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আশীক ইকবাল নামক ব্যক্তির সাথে আমার ও দলের কোন রকম সম্পৃক্ততা নেই।
আমি তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুকাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ, সুকাশ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি সদস্য মাহবুবুর রহমান, সাধরণ সম্পাদক মিন্টু, ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মুন্জু হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি শ্রী কালীপদসহ আ’লীগ, ছাত্রলীগ-যুবলীগের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীরা।