মা কে লে খা ছে লে র চি ঠি
মহীতোষ গায়েন
তুমি কি দেখতে পাও হৃদয়ে যন্ত্রণার দাগ?
দেখতে পাও মাথার মধ্যে ভীষণ অস্থিরতা?
প্রতিনিয়ত মনে নিজের সাথে নিজের লড়াই?
তোমরা বুঝবে না,জানলেও দেখতে পাবে না।
আমার যুদ্ধটা আমার সঙ্গেই আমার অহরহ…
কখন যন্ত্রণা হয়,কখন যন্ত্রণা কমে,মাপা যায়?
যায় না,যন্ত্রণা মাপার যন্ত্র আবিষ্কার হয়নি,হবেও
না কোনদিন,সে কথা জানি,জানি বলেই এ লড়াই।
পৃথিবীতে যারা এই যুদ্ধ করে তারাই জানে,মনের
মধ্যে যে লড়াই হয় তার ছাপ দেহে পড়ে,দেহ-মন
পরস্পরের সাথে ক্লান্ত হয়ে সন্ধি করে অবশেষে;
সন্ধির শর্ত যে দিন পালিত হবে সেদিন হবে জয়।
যুদ্ধ আমি জিতবো,যদিও জানি লড়াইটা খুব কঠিন
তুমি,বাবা এই যুদ্ধে অংশ নিতে যেও না,শুধু পাশেই
থেকো,ভরসা দিও,ভয়ংকর এই যুদ্ধের কৌশল আমি
ঠিক রপ্ত করে নেব,তোমরা সহনশীল ও সংযমী হও।