ক্রীড়া ডেস্ক:
স্প্যানিশ ফুটবল লিগের খেলায় মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখা বার্সেলোনা।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে আয়োজিত হয় ম্যাচটি।
এই দিন বার্সেলোনার কাছে যেন পাত্তাই পাননি মায়োর্কার খেলোয়াড়রা। ম্যাচের শুরুতেই ১ মিনিটের মাথায়ই প্রথম গোল করে বার্সা। দলের হয়ে গোলটি এনে দেন আনসু ফাতি। এই আনসু ফাতিই ম্যাচের ২৪ মিনিটে করেন আরেকটি গোল। নিজের জোড়া গোলে প্রথমার্ধেই দলকে এগিয়ে নেন ২-০ গোলে। দ্বিতীয়ার্ধেও আক্রমণে ফিরতে পারেনি মায়োর্কা। তবে, তৃতীয় গোল এসেছে বার্সেলোনার পক্ষে। দলের হয়ে তৃতীয় এবং শেষ গোলটি করেন গাভি। ৩-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
অপর খেলায় ভ্যালেন্সিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে এস্পানিওল। ম্যাচের ৯২ মিনিট পর্যন্ত এস্পানিওল ২-১ গোলে এগিয়ে থাকলেও স্যামুয়েল ডিয়াস এর গোলে শেষ মুহূর্তে ড্র করতে সমর্থ হয় ভ্যালেন্সিয়া।
এছাড়াও অপর ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওকে ০-১ গোলে হারিয়েছে এলচে, ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে গেতাফে।