মাহে রমজান
সাংবাদিক সোহেল রানা
মু’মিনেরা খুশি হয় এলে মাহে রমজান
ধুঁকে মরে নেশাখোর ইবলিশ শয়তান।
আফসোসে ফাঁটে শুধু ঘূষখোর সুদখোর
কেঁদে মরে মনে মনে সমাজের যত চোর।
অনাহারে দ্বীনদুঃখিনী কিযে তার যন্ত্রণা
সিয়ামে কেন যে সে বেদনা বুঝিনা।
গরীবের ভালবাসা সিয়ামের সাধনা
ক্ষুধার্তেই বুঝা যায় তাঁদের কত যন্ত্রণা।
দ্বীনিদের দিয়ে দেব যত সব অধিকার
যবনিকা টেনে দেব যত হিংসা ছলনার।
হালাল রুজিতে তাদের নিবারিত ক্ষুধাটা
সত্য-ন্যায়ের ছোঁয়ায় গড়া গরীবের দেহটা।
গুনাহের হাত হতে হবো সবাই সাবধান
সিয়াম সাধনায় হবে যে মুমিনের কল্যাণ।
মুসলিম সৃষ্টির সেরা জাতি চিনিবে আচারে
তাওহিদের ছায়াতলে আসিবে যে কাফেরে।
গুন্নাহ হতে মুক্তি দেয় পবিত্র এ সিয়ামে
যত অন্যায় রুখে দেয় সত্যের দাপটে।
খোদার আইন রবে যেথা খোদার জমিনে
অনাচারী মিশে যাবে সত্যের তুফানে।
সাওম সিয়াম সাধনায় আসে যেন ভক্তি
হায় খোদা দয়াময় দিও তুমি সেই শক্তি।
সিয়াম শেষে ঈদের দিনে ঈদের মাঠে যাবো
নামাজ শেষে দ্বীনদুঃখীদের বুকে টেনে নেব।