আসিফ আশরাফ খান উচ্ছ্বাস, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ১৪ দিনের পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (২৮শে মে) দেশটির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আগামী পহেলা জুন থেকে শুরু হয়ে ১৪ই জুন পর্যন্ত দেশব্যাপী লকডাউন চলবে। এ সময় প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে সব সেক্টরকে কাজ করার অনুমতি দেয়া হবে না।

বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমিত দেশগুলোর মধ্যে ৪০ নম্বরে রয়েছে মালয়েশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬১ জন। এ পর্যন্তমারা গেছে দুই হাজার ৫৫২ জন। গত একদিনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন, ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে