আসিফ আশরাফ খান উচ্ছ্বাস, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নেয়ায় মঙ্গলবার দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে।
গত বছর দেশটিতে প্রথম দফার সংক্রমণকালে অনেক এলাকাতেই করোনা ছড়াতে পারেনি। দ্রুত সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু এ বছর সংক্রমণের নতুন ধরন এবং করোনার টিকা দেয়ার ধীর গতি ও বিধিনিষেধ মানায় জনগণের অনাগ্রহের কারণে পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।
দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল মে মাসেই ৪০ শতাংশেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে।
দেশজুড়ে কঠোর লকডাউনে কেবল জরুরি সেবাসমূহ চালু থাকবে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া দেশের অধিকাংশ স্থানে ভ্রমণ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।
এদিকে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন দেয়া হলেও টিকা দেয়ার গতি এখনও খুব ধীর। মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬ শতাংশেরও কম লোক এখন পর্যন্ত করোনার অন্তত একটি ডোজ পেয়েছে।