নিজস্ব প্রতিনিধি:

নদীয়ায় দলিত বিন্দ মানুষের শিক্ষা স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে বীরুভাই ও তার টিমের সহযোগিতায় আনুষ্ঠানিক প্রতিষ্ঠা পেল ‘মায়ের আঁচল’ নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাংলার দলিত-বিন্দ নারী সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়নের উদ্দেশ্যে চর যাত্রাসিদ্ধি গ্রামে “স্বাধীনতার ৭৫ বছর: প্রসঙ্গ বাংলার দলিত-বিন্দ নারী ক্ষমতায়ন” বিষয়ক একটি বিশেষ আলোচনাসভা ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী থানার ভারপ্রাপ্ত অফিসার অনির্বাণ বসু, ভারতীয় সেনা জওয়ান অনিমেষ মাহাতো, চর যদুবাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম ঢালী ছাড়াও বিশিষ্ট সমাজ কর্মী, পঞ্চায়েত সদেস্যগণ ও শিক্ষাবিদরা। উদ্বোধনী ভাষণে কল্যাণী থানার মাননীয় আই.সি. সাহেব দলিত পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে সংগঠনকে সামগ্রিক প্রশাসনিক সহায়তার কথা ঘোষণা করেন।

সংগঠনের সভাপতি বীরুভাই মাহাতো বলেন ‘মায়ের আঁচল’ লকডাউন শুরুর সময় থেকে বিন্দ শিশুদের জন্য সামাজিক দূরত্ব বিধি মেনে প্রাথমিক শিক্ষা চালিয়ে যেতে সহায়তা করছে, গ্রামের ব্রিজ মেরামতি, সাফাই অভিযান, করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য খাবার বিতরণ, বন্যায় গৃহ নির্মাণে সহায়তা দান, আম্ফানের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। চর জাজিরার পঞ্চায়েত সদেস্য রামলু মাহাতো সংগঠনের ভূয়সি প্রশংসা করে বলেন ‘মায়ের আঁচল’ বিন্দ সমাজের দীর্ঘদিনের প্রয়াস ও ইচ্ছা শক্তির ফসল, যে সংগঠন প্রায় তিনবছর সমস্ত রকম আনুষ্ঠানিকতার বাইরে নীরবে মানুষের সেবা করে যাচ্ছে। চর যাত্রাসিদ্ধি গ্রামের পঞ্চায়েত সদেস্য হৈমন্তী মাহাতো বীরুভাইয়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে