[] মানুষ ছিলো[]
% শ্যামল বণিক অঞ্জন%

মানুষ একদিন মানুষের জন্য ছিলো
মানুষেরই ছোঁয়ায় মানুষ ধন্য ছিলো।
মানুষ কারো বন্ধু স্বজন ভ্রাতা ছিলো,
মানুষ আপদ বিপদকালের ত্রাতা ছিলো।
মানুষেরই টানে নীড়ে ফেরা ছিলো,
মানুষই তো এই পৃথিবীর সেরা ছিলো।
মানুষ যে হায় সমাজবদ্ধ প্রাণী ছিলো,
মানুষ নিয়ে মানুষে টানাটানি ছিলো।
অথচ সেই মানুষই আজ ভয়ের কারণ,
মানুষে মানুষে অবাধ মেশা বারণ!
নেই যেন আর আগের মতো বিশ্বাসও টান,
এ সমাজ সংসারে নেই নি:শ্বাস ও প্রাণ!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে