‘মানবত্বের হোক জয়’
       অনুকূল বিশ্বাস
মানুষ আজ বড্ড অসহায়
গভীর অসুখে বিমর্ষ ধরণী—-
সৃষ্ঠির মূলাধারে দগদগে ক্ষত,
মনের গভীরে মরুভূমির তীব্র হাহাকার;
পাকস্থলীর শূণ্যতায় দিকভ্রান্ত মানবত্ব
জীবিকায় দুর্ভিক্ষের ছোঁয়া।
মানুষের দূর্নিবার অমানবিক লালসায়
মনুষ্যত্ব মুখ ঢেকেছে মাস্কে,
 বাতাসে ক্ষুধার গন্ধে মলিন সভ্যতার মুখ
গর্ভগৃহে কাঁদে দৈববাণী।
 মানুষ আজ মানুষের বড় প্রয়োজন
ঘুচে ব্যবধান হৃদয় আসুক হৃদয়ের কাছাকাছি,
মনুষ্যত্ব গৌরবান্বিত হোক মানবিকতার ছোঁয়ায় —
 বসন্তের পলাশ ভরে উঠুক নবান্নের ঘ্রাণে
এই গভীর অসুখের ওষুধ সহমর্মিতা, সহযোগিতা,
বিশুদ্ধ মনের বাগান ভরে উঠুক মানবিকতার ফুলে।।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে